ট্রাক খাদে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত

0
514
ট্রাক খাদে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

মানিকগঞ্জের ঘিওরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রাম এলাকার দাউদ আলীর ছেলে উজুল আলী (৪০) এবং একই এলাকার হাউজ আলীর ছেলে মনোয়ার হোসেন মানু (২৫)।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, সকালে ঢাকার গাবতলী থেকে ১১টি গরু ফেরত নিয়ে ব্যবসায়ীরা কুষ্টিয়া যাচ্ছিল। ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদের পানিতে নিমজ্জিত হয়। এতে ওই ট্রাকের নিচে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত ও ৭ জন আহত হন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here