সৈয়দপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
533
সৈয়দপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ সৈয়দপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মমিন ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদুল আযহার আগের দিনে মৃত্যুর এ ঘটনায় ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ওই এলাকার মো. আবুল কালামের পুত্র মমিন ইসলাম (৬)। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাঁকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। সাথে সাথে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, আদরের শিশু পুত্রকে হারিয়ে তাঁর বাবা-মা এখন পাগল প্রায়। ঈদুল আজহার আগের দিনে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here