শাহজালালে ১০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

0
493
শাহজালালে ১০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

খবর৭১ঃ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে আজ রোববার বেলা একটার দিকে ১ হাজার ৯১৫টি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দশ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু সাঈদ (২৮)। তাঁর বাড়ি দিনাজপুরে বলে জানিয়েছে এপিবিএন।

বিমানবন্দরে কর্মরত এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার আবু সাঈদ বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালানোর সময় ইয়াবা থাকার কথা স্বীকার করলে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন আবু সাঈদ, এমনটাও জানান তিনি।

মো. আলমগীর হোসেন আরও বলেন, সাঈদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here