খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে ১১ আগষ্ট শেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগের সহসভাপতিএডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, হুইপ কন্যা ডা: শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শ্যালু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপদপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা যুবরীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ নেতৃবৃন্দ।
হুইপ আতিক শহরের বিভিন্ন স্থানে হেটে হেটে লিফলেট বিতরণ করেন। এর আগে দরীয় কার্যারয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে আনছে। ইতিমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে। হাসপাতালগুলো খালি হচ্ছে। মাননয়ি প্রধানমন্ত্রী মেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছে, মানুষকে সচেতন করছে। কাজেই ডেঙ্গু নিয়ে আতংকিত হওয়ার কারণ নাই।