বাবা হচ্ছেন পেসার রুবেল হোসেন

0
547
বাবা হচ্ছেন পেসার রুবেল হোসেন
রুবেল হোসেন ও তার স্ত্রী ইশরাত জাহান দোলা। ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

বাবা হতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। শনিবার রাতে নিজের টুইটারে তিনি এ খুশির খবর জানান। একই সঙ্গে স্ত্রী ও নিজের অনাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

টুইটারে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে। সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্‌ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

২০১৬ সালে অনেকটা গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রুবেল ও বাগেরহাটের মেয়ে ইশরাত জাহান দোলা। বিয়ের প্রায় তিন বছর পর তাদের ঘর আলো করে আসছে প্রথম সন্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here