ট্রেনের যাত্রার সময় পুনর্নিধারণ!

0
653
ট্রেনের যাত্রার সময় পুনর্নিধারণ
কমলাপুরে ট্রেনের অপেক্ষায় যাত্রী। ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ

পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ছয়টি ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করে পুনর্নিধারণ করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার (১০ আগস্ট) কমলাপুর থেকে ছাড়তে  এক থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হবে এসব ট্রেনের। রেলের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে সুন্দরবন এক্সপ্রেস লাইনচুত্য হওয়ার ঘটনায় ভয়াবহ এ শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সূত্র জানায়, শনিবার ৭৬৯ নং ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সাড়ে ১১ ঘণ্টা বিলম্বে বিকেল সাড়ে ৫টায় কমলাপুর ছেড়ে যাবে।

আরও পড়ুনঃ বিলম্বে যেতে না চাইলে টিকিট ফেরতঃ রেলপথ সচিব মোফাজ্জল হোসেন

৭২৬ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৭ ঘণ্টা বিলম্ব করে বেলা ১টা ২০ মিনিটে ছেড়ে যেতে পারে। ৭৬৫ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেন ১০ ঘণ্টা ১০ মিনিট দেরিতে সন্ধ্যা সোয়া ৬টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা। ৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার পরিবর্তিত সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০টা ৩৫ মিনিটে। এ ট্রেনের যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে হবে ১৩ ঘণ্টা ৩৫ মিনিটের বেশি।

আর লালমনিরহাট ঈদ স্পেশাল  ট্রেনটি ১৫ ঘণ্টা বিলম্বে রাত সোয়া ১১টায় ঢাকা ছাড়বে।৭৫৩ নং সিল্কসিটি এক্সপ্রেস ৯ ঘণ্টা দেরিতে দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে ঢাকা ছাড়বে আনুমানিক ২৩টা ৪০ মিনিটে। এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন চলাচলেও ঘণ্টা-খানেকের শিডিউল বিপর্যয়ে পড়েছে। এদিকে রেল সচিব জানিয়েছেন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here