খবর৭১ঃ
টাঙ্গাইলের সখীপুরে ঈদের জামা শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দুপুরে উপজেলার কুতুবপুর বিন্নাউড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই এলাকার নূর মোহাম্মদের মেয়ে সুমাইয়া আক্তার (১০) ও তার স্ত্রী জমিলা বেগম (৩৮)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঈদের প্রস্তুতি নিতে মা ও মেয়ে বাড়ির কাপড় ধৌত করে। পরে মেয়ে সুমাইয়া আক্তার সেই কাপড় উঠানের জিয়াই তারে শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় মেয়েকে বাঁচাতে মা জমিলা বেগম দৌড়ে এসে মেয়েকে স্পর্শ করলে ঘটনাস্থলে দু’জনেরই মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত আসলেও তাদেরকে বাঁচাতে পারেনি। বাড়ির মিটারের তার ছিঁড়ে জিয়াই তারে বিদ্যুৎ সংযোগ হয়েছিল বলে স্থানীয়রা জানায়।
সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. জামাত আলী আকন্দ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তার বাড়ির সংযোগ থেকেই এ ঘটনা ঘটলেও আমাদের বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে।