খবর৭১ঃ উত্তরবঙ্গের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আবার তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এ তথ্য জানিয়েছেন রেলসচিব মো: মোফাজ্জেল হোসেন।
সচিব জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিলো দুপুর ১টা ৫০ মিনিটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে লাইনচ্যুত বগিটিকে যথাস্থানে নেওয়া হয়। এজন্য প্রায় ২ ঘন্টা সময় লাগে। তারপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সেতু পূর্ব রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী ধুতকেতু এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।