এবার ঈদে কমলাপুর থেকে ছাড়ছে ৩ স্পেশাল ট্রেন

0
532

খবর৭১ঃ পবিত্র ঈদুল আজহায় ৩৭টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে এবার যুক্ত হয়েছে তিনটি স্পেশাল ট্রেন।

কমলাপুর থেকে যে তিন জোড়া স্পেশাল ট্রেন চলবে, তা হলো, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, খুলনা ঈদ স্পেশাল ও লালমনি ঈদ স্পেশাল।ঈদের আগে ও পরে চলবে এ ট্রেনগুলো।

এদিকে আজ বৃষ্টির ভোগান্তির মধ্যে হাসি মুখে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার তাড়ার মধ্যেতাদের মুখে ছিল না কোনো ভোগান্তির ছাপ।

রেল সূত্র জানায়, রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বৃহস্পতিবার তিনটি স্পেশাল ট্রেনসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। আর বিভিন্ন রুটে ১৫টি মেইল ট্রেন চলবে। আন্তঃনগর ও মেইল মিলে প্রায় সাড়ে ৫৯ হাজার আসন রয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, ঘরমুখো যাত্রীরা যাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত না হন, এজন্য ট্রেনে এডিস মশা নিধনে ওষুধ দেয়া হয়েছে।

যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করছি আমরা। এবার ট্রেন অন্য যেকোনো সময়ের চেয়ে সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে।

গত ৩০ জুলাই যারা ট্রেনের আগাম টিকিট কিনেছেন, তারাই বৃহস্পতিবার যাত্রা করছেন।

এছাড়া ঈদ শেষে ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের ফিরতি অগ্রিম টিকিট। ৬ আগস্ট দেয়া হবে ১৫ আগস্টের, ৭ আগস্ট দেয়া হবে ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here