খবর৭১ঃ
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আর সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার সেই মৃত্যুর মিছিলে যোগ হলো তিতুমীর কলেজছাত্র মেহেদী হাসানের নাম। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেদী হাসান তিতুমীর কলেজের অর্থনীতির স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। ঢাকায় থাকতেন কলেজের পাশে এক ছাত্রাবাসে।
হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত স্টাফ নার্স কাজী শ্যামলী বলেন, প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৩৮ মিনিটে মেহেদীর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী। তার অবস্থা সংকটাপন্ন ছিল।
মেহেদির পরিবার জানায়, প্রচণ্ড জ্বর নিয়ে সপ্তাহখানেক আগে মেহেদী বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ সময় অবস্থার অবনতি হলে সোমবার তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়।