ডেঙ্গু মোকাবেলায় ঢাকার দুই সিটিতে বরাদ্দ হলো ১৫ কোটি টাকা

0
802

খবর৭১ঃ চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকার দুই সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলা করার জন্য তারা যাতে ব্যয় করতে পারে সেজন্য দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে মোট ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here