বেনাপোলের দূর্গাপুর মোড় থেকে স্বর্ণের বার উদ্ধার

0
470
বেনাপোলের দূর্গাপুর মোড় থেকে স্বর্ণের বার উদ্ধার
উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ

বেনাপোল দূর্গাপুর মোড় থেকে বুধবার ২ কেজি ৮শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি সদস্যরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহলদল বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড়ে অবস্থান করে। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের পিছু ধাওয়া দিলে চালক মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাসি করে সাইলেন্সারে মধ্যে ফিটিং অবস্থায় রাখা ২ কেজি ৮শ গ্রাম ওজনের ৩২ টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩২ পিস স্বর্ণের বার এর আনুমানিক মূল্য ১,২৩,২০,০০০/(এক কোটি তেইশ লক্ষ বিশ হাজার) টাকা বলে জানায় বিজিবি। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মোঃ সেলিম রেজা সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত সোনা বেনাপোল কাস্টমসে জমা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here