খবর৭১ঃ
কাজী শাহ্ আলম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ তিস্তা চরাঞ্চলের বন্যা দূর্গত মানুষদের চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌছে দিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর ডাউয়াবাড়ি চরাঞ্চলে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫ শত রোগীকে ফ্রী চিকিৎসা দেয়া হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ যুগল কিশোর রায়ের নেতৃত্বে ডাঃ আনোয়ারুল হক ও ডাঃ আবু সাঈদ বন্যা দূর্গত এলাকার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহ্মুদুল হাসান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি তফিউজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম শাহিনসহ যুবলীগের নেতৃবৃন্দ।