সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থঃ জি এম কাদের

0
518
সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ

খবর৭১ঃ

বর্তমান সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় জাতীয় পার্টির মধ্যে প্রতিযোগিতা আছে, তবে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি। আজ শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের আরো বলেন, আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ জ্বর হলে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের। প্রতিদিন ডেঙ্গু বাড়বে, আর আমরা কিছুই করতে পারব না, এটা হতে পারে না।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর পার্টির চেয়ারম্যান হিসেবে এটিই কুড়িগ্রামে প্রথম সফর জিএম কাদেরের। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here