ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে এবার ১৪ দল

0
483

খবর৭১ঃ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার উৎসস্থল ধ্বংসে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামবেন ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দসহ জোটের সর্বস্তরের নেতাকর্মীরা।

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ডেঙ্গুবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে জনগণকে সচেতন করার জন্য প্রচারপত্র বিলি করবেন ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ। ৬ আগস্ট বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here