মংহাইথুই মারমা,বান্দরবান প্রতিনিধি: ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান সদরস্থ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এতে ইমানুয়েল মেডিকেল সেন্টার, বান্দরবান সেনা রিজিয়ন, বান্দরবান স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের চিকিৎসক দল সহযোগিতা দেয়।
কর্মসূচিতে গর্ভকালীন চেকআপ, ইসিজি, ম্যালেরিয়া পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিনামূল্যে বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা
প্রদান করা হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহিদুল এমরান, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, ডিজিএফআই’র ডেট কমান্ডার, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ইসলাম বেবী, সিভিল সার্জন অংশৈপ্রু মারমা, পরিষদ সদস্য লক্ষীপদ দাস, রোটারি ক্লাবের সভাপতি আনিসুল হক সুজন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ।