ডেঙ্গু মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

0
429

খবর৭১ঃ ডেঙ্গু মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে টেলি কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো ডেঙ্গুর প্রভাব। ডেঙ্গু প্রভাবমুক্ত করার জন্য আমি কতগুলো নির্দেশনা দিয়েছি। আমি মনে করি, আমাদের দলের প্রতিটি মানুষ নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এর পাশাপাশি দেশবাসীকেও দায়িত্বশীল হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে মশার বংশবিস্তার যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, ‘আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে সেদিন ঘাতকের হাতে নিহত সবাইকে। ১৫ আগস্ট আমি আমার বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়েছি। জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু ১৫ আগস্ট স্বাধীনতার আদর্শ নস্যাৎ করার জন্য তাকে সপরিবারে হত্যা করে ঘাতক চক্র।’

দেশের মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা রক্ত দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেশের প্রয়োজনে তিনি রক্ত দেবেন। তিনি ঠিকই রক্ত দিয়েছিলেন। তার সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের মধ্য দিয়ে।’

এ সময় জলবায়ুর প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে দেশজুড়ে আরও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা শোককে শক্তিতে পরিণত করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের লক্ষেই কাজ করে যাচ্ছি।’

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here