বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কম: এলজিআরডি মন্ত্রী

0
437

খবর৭১ঃ পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার ভালোভাবে কাজ করেছে বলেই অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুর বিস্তার কম। এ ছাড়া ডেঙ্গুকে বৈশ্বিক সমস্যা বলেও মন্তব্য করেছেন তিনি।

ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এ রোগ দমনে কাজ করছে, তবে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি।

তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকারকে আরও গুরুত্ব দিতে হবে, কারণ এটার মাধ্যমেই দেশের উন্নয়ন হয়।

হারুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম খানের পরিচালনায় এতে এলজিআরডি মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here