মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার

0
569
মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার
মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার। ছবিঃ মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি।

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর রাতে মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদর রশিদ জানান, একই দিন হরিণ-খোলা সীমান্ত ফাঁড়িঘর নায়েক সুবেদার শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দল দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here