ঢাকার বাইরে ঈদে গেলে ডেঙ্গু পরীক্ষা করতে হবে

0
534
ডেঙ্গু-আক্রান্ত হওয়ার শঙ্কা কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘একটি জিনিস আমাকে খুবই চমকিত করেছে। সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী গতকাল লন্ডন থেকে নির্দেশ দিয়েছেন যে, ঢাকা থেকে যারা পবিত্র ঈদ উদযাপন করার জন্য বাইরে যাবেন, তারা যেনো রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে বাইরে অনেক বেশি বিস্তার লাভ করবে।’

দলের আয়ব্যয়ের হিসাব দেওয়া শেষে জমা দেওয়ার পর বুধবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডেঙ্গু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আতঙ্ক বড়ো জিনিস। আতঙ্ক সৃষ্টির জন্য অনেকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কথা বলেন। ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন হওয়া খুবই দরকার। এ সময় তিনি ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান।

দুই মেয়র এর জন্য দায়ী কি না জানতে চাইলে তিনি বলেন, না। মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত। তারা চাইলেই অনেক কিছু করতে পারেন না। তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীরা কী করলো সেটি দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here