খবর৭১ঃ
ডেঙ্গু প্রতিরোধ এবং গুজব প্রচারকারীদের প্রতিহত করতকে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার লন্ডন থেকে টেলিকনফারেন্সে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানেই ডেঙ্গু মোকাবিলা ও গুজব রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবাইকে নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দলীয় কর্মীদেরও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেন তিনি।
গুজবকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।
যারা উদ্দেশ্যমূলকভাবে গুজবে ছড়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।