চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

0
509
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

খবর৭১ঃ

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের সঙ্গেবন্দুকযুদ্ধেএকজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে ঘটনা ঘটে

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি ধর্ষণ মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি পাওয়া গিয়েছে। নিহতের নাম মোহাম্মদ আরমান (২৫)। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।

জানা যায়, এক কিশোরীকে গত ১৯ জুলাই ধর্ষণ করেন বখাটে আরমান। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলে আরমান পালিয়ে যান। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র‍্যাব অভিযান চালায়। এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here