লিবিয়ায় হাসপাতালে বিমান হামলা, ৫ চিকিৎসক নিহত

0
499

খবর৭১ঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত পাঁচজন চিকিৎসক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন।

রোববার দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

খলিফা হাফতার নেতৃত্বাধীন দেশটির সশস্ত্রগোষ্ঠী লিবীয় ন্যাশনাল আর্মি (এলএনএ) হাসপাতালে এ বিমান হামলা চালিয়েছে বলে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। তবে এ ব্যাপারে এলএনএ গোষ্ঠীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চার দশক লিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা কর্নেল গাদ্দাফিকে ২০১১ সালে ক্ষমতাচুত করে হত্যার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ফায়েজ আল-সাররাজ সরকারের বাহিনীর সঙ্গে এলএনএ গোষ্ঠীর সংঘর্ষে প্রায় ১ হাজার ১০০ মানুষের প্রাণহানি ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here