ডেঙ্গু নিধনে সরকারের কোন কার্যকর ভুমিকা চোখে পড়ছে না -মির্জা ফখরুল

0
520

সোহেল পারভেজ, ঠাকুরগাঁও: সম্প্রতি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই গুজব দিয়ে রাজনীতি করে নাই, বিএনপি সবসময়ই সত্যের উপর ভিত্তি করে নিষ্ঠার সাথে রাজনীতি করে। ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশন ও সরকারের অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মির্জা ফখরুল আরো বলেন,একটি দেশে যখন আইনের শাসন থাকবেনা , মানুষকে মেরে ফেললে যখন তার কোন জবাবদীহিতা থাকে না, তখন সেখানে গণপিটুনির মতো ঘটনা ঘটাই স্বাভাবিক। বিএনপি কি বললো তা না দেখে, দেশে যে সমস্যা চলছে তা সমাধানে সরকারের বেশি মনযোগী হওয়া উচিত। মির্জা ফখরুল আজ দুপুরে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল আরো বলেন, শেয়ার বাজার লুট করে নিয়ে যাওয়া পুরোনো বিষয়, কিন্তু সরকার এ বিষয়ে আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। এনিয়ে অনেক তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো, কিন্তু সে তদন্ত প্রতিবেদন আজো প্রকাশ হয়নি। কারণ সে তদন্তে যাদের নাম এসেছে তারা এই সরকারের লোক। সময় নির্ধারণ করে, প্রকৃতি নির্ধারণ করে আগে থেকে কিছু বলা যাবে ন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here