ঠাকুরগাঁও প্রতিনিধি : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের কৃতি সন্তান মো: ফিরোজ কবিরের দাফন কার্য্য সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে ফিরোজ কবিরের নিজ গ্রামের বাসায় তার পৈত্রিক গোরস্তানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।তার এ অকাল মৃত্যুতে শোকাগ্রস্ত ঠাকুরগাঁওবাসি।
আজ সকালে তার মৃতদেহ নিজ এলাকায় নিয়ে আসা হলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে যান তার বাসায়। এ সময় তিনি ফিরোজের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং স্থানীয় জনসাধারণের সাথে তার জানাজায় অংশ নেন।
প্রসঙ্গত, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেলার মেধাবী সন্তান এবং আখানগর ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ফিরোজ কবির গতকাল(২৬ জুলাই) রাজধানী ঢাকায় মৃত্যুবরণ করেন।