হরিণাকুন্ডুতে বাল্য বিবাহের অপরাধে কাজি, বর ও কনের পিতার কারাদণ্ড

0
653
হরিণাকুন্ডুতে বাল্য বিবাহের অপরাধে কাজি, বর ও কনের পিতার কারাদণ্ড

খবর৭১ঃ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে বাল্য বিবাহের অপরাধে বিবাহ রেজিস্টার কাজি, বর ও কনের পিতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে উপজেলার হরিশপুর গ্রামে বাল্য বিবাহ চলছে এমন সংবাদের ভিত্তিতে তিনি সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বাল্য বিবাহ পড়ানোর অপরাধে বিবাহ রেজিস্টার কাজি লুৎফর রহমানকে ৬ মাস, কনের পিতা আকবর মন্ডলকে ৬ মাস ও বর ইমারুল ইসলাম কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here