ঠাকুরগাঁওয়ে অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত

0
399

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের বিজয়ী নেতৃবৃন্দদের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় মো:মাহাতাব মিঞার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী,পুলিশ সুপার মনিরুজ্জামান,সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো,যুবলীগ ঠা; জেলা শাখার, সভাপতি আব্দুল মজিদ আপেল,জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন প্রমুখ। বক্তারা সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহব্বান জানান।
উক্ত দ্বি-বার্ষিক নির্বচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন শ্রী ষষ্ঠি কুমকর রায় ও সাধারণ সম্পাদক আকবর আলী।
এ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন,সহ-সভাপতি আকতার হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,সমাজ কল্যান সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল সহ মোট ১৭ জন বিশিষ্ট নব নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সুলতান আহমেদ আবুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here