ভারতে ‘পালানোর’ সময় বদির ভাতিজা গ্রেফতার

0
600

খবর৭১ঃ ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরে মোহাম্মদ শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করে যশোর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া থানা শ্রমিক লীগেরও সভাপতি।

বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শাহজাহানের নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, শাহজাহানের পাসপোর্ট ব্লক ছিল। তাই ইমিগ্রেশন তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। সে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। এ ছাড়া সে টেকনাফ থানা শ্রমিক লীগের সভাপতি।

যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, যদি কারো পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে তবে সে বিদেশ যেতে পারবে না। সে অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here