ঠাকুরগাঁওয়ে ‘ছেলেধরা গুজব’ ছড়ানোর অভিযোগে কথিত সাংবাদিক আটক

0
574
ঠাকুরগাঁওয়ে ‘ছেলেধরা গুজব’ ছড়ানোর অভিযোগে কথিত সাংবাদিক আটক
কথিত সাংবাদিক আব্দুল আলীম

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফেসবুকে ‘ছেলেধরা গুজব’ ছড়ানোর অভিযোগে আব্দুল আলীম নামে একজন কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ।

আটক আব্দুল আলীম (৩৫) দৌলতপুর ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে। আব্দুল আলীমের দাবী তিনি জাতীয় দৈনিক আমার সংবাদ ও সিএনএন বাংলা টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি।

ওসি বজলুর রশীদ বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য কথিত সাংবাদিক আব্দুল আলীম তার নিজের ফেসবুক একাউন্টে ‘ছেলেধরা’ বিষয়ে একটি লেখা পোস্ট করেন। এতে করে এলাকার মানুষদের মাঝে ভীতি তৈরি হয়। ফেসবুকে ‘ছেলেধরা গুজব’ ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে কতিথ সাংবাদিক আব্দুল আলীমকে আটক করা হয়।

ওসি বজলুর রশীদ বলেন, ‘ছেলেধরা গুজব’ ছড়ানোর অভিযোগে কথিত সাংবাদিক আব্দুল আলীমের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here