ঢেলাপীর-পোড়ারহাট রেলক্রসিংয়ে ব্যারিয়ার স্থাপন

0
846
ঢেলাপীর-পোড়ারহাট রেলক্রসিংয়ে ব্যারিয়ার স্থাপন

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ মানুষজনের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ঢেলাপীর- পোড়ার -হাট লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার ও চলাচল সমস্যা। ওই রেলপথের অরক্ষিত লেভেলক্রসিংয়ে ব্যারিয়ার (গেট) লাগানোর মধ্য দিয়ে ওই দূর্ভোগের অবসান ঘটান রেল কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের পোড়ারহাট এলাকার রেলওয়ের ই/১২৮ নং লেভেল ক্রসিংয়ে প্রতিবন্ধক (ব্যারিয়ার) গেট স্থাপনের কাজ শুরু করা হয়। পার্বতিপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলীর (কার্য) কার্যালয়ের কর্মচারিরা গতকাল বুধবার ব্যারিয়ার স্থাপনের কাজ সম্পন্ন করেন। সুত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় সৈয়দপুর- চিলাহাটি রেলপথে লেভেলক্রসিং রয়েছে ৩৩ টি।  এরমধ্যে মাত্র ১২টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান থাকলেও অনেক লেভেলক্রসিংয়ে ব্যারিয়ার নেই। ফলে এসব লেভেলক্রসিংয়ে বাঁশ ব্যবহারের মাধ্যমে যানবাহন অাটকিয়ে ট্রেন পার করা হয়।

আরও পড়ুনঃ অরক্ষিত ২১ লেভেলক্রসিং; বাঁশে থামে যানবাহন!

এসব লেভেল ক্রসিংয়ের মধ্যে ঢেলাপীর-পোড়ারহাট ই/১২৮ নম্বর অন্যতম। উল্লিখিত লেভেলক্রসিং অরক্ষিত থাকায় গত ২০১৫ সালের ১৪ আগস্ট রাতে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সৈয়দপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান রেললাইন থেকে বহুদুরে ছিটকে পড়ে। এতে ওই পিকআপে থাকা ৪ জন পুলিশ সদস্য নিহত হন। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে প্রায়ই ঘটে ছোট বড় দূর্ঘটনা। ফলে অনেক হতাহতের ঘটনাও ঘটে। এনিয়ে গত ২২ জুলাই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবর ৭১’ সহ বিভিন্ন গণমাধ্যমে একটি সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়। ফলে টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষের। ফলে তারা কোন প্রশ্ন ওঠার আগেই ওই লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার (প্রতিবন্ধক) বসানো হয়।এ ব্যাপারে পার্বতিপুর রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (ওয়ার্কস) মো. তহিদুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ব্যারিয়ার স্থাপনের সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here