‘ফেসবুকে গুজবের নিউজ শেয়ার করলে মামলা’

0
440
ফেসবুকে গুজবের নিউজ শেয়ার করলে মামলা
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ  ছেলেধরা বা পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবের নিউজ কেউ ফেসবুক বা অন্য কোনো সামাজিক শেয়ার করলে তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হবে।

বৃহস্পতিবার নগরের দুই নম্বর গেইট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা। তিনি বলেন, ‘যারা এসব গুজব ছড়িয়েছে তাদের সনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সুপার নুরেআলম মিনা বলেন, ছেলে ধরা গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনায় চট্টগ্রাম জেলায় তিন মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কমিউনিটি পুলিশিং সভা, স্কুল-মাদ্রাসায় প্রচার, এলাকায় মাইকিং ও মসজিদে প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here