নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

0
630

খবর৭১ঃ সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমে যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।পরে নৌ-পরিবহনের বাংলাদেশ জাহাজি শ্রমিক ফে়ডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর দৈ‌নিক বাংলা‌ মোড়ে শ্রম অ‌ধিদপ্ত‌রের স‌ম্মেলন ক‌ক্ষে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক শেষ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সেক্রেটারি চৌধুরী আশিকুল আলম যৌথভাবে এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলাম বিকালে বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে আমরা কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত করছি।

এর আগে নৌযান শ্রমিকদের দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়। চিকিৎসার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দেশের বাইরে থাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here