মুরাদনগরে ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
589

মোঃরাসেল মিয়া , মুরাদনগর,(কুমিল্লা) প্রতিনিধিঃ

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ প্রতিপাধ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ১৮-২২জুলাই ৫দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা কবি নজরুল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার সমাপনী ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, কুমিল্লা উত্তর জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক।

এ সময় অন্যান্যের আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সূফি আহম্মদ, মাজহারুল ইসলামেআসলাম কবির, তোফায়েল আহাম্মদসহ উপজেলার কৃষি অফিসের সকল মাঠ কর্মীবৃন্দ।

আলোচনা শেষে মেলায় অংশ গ্রহন কারী নার্সারী মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ বছর মেলায় মোট ১২টি নার্সারী অংশ গ্রহন করেছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here