অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় ২১ স্কুলছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

0
675
অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় ২১ স্কুলছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজ্ঞাত রোগে আক্রান্ত ছাত্রী।

খবর৭১ঃ কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্তত ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার বিকালে ওই বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ৬ষ্ঠ ঘণ্টার ক্লাস চলাকালীন সময়ে প্রথমে ৮ম শ্রেণির ৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্যান্য ছাত্রীরা এগিয়ে এসে তাদের মাথায় পানি দেওয়ার সময় আরও অন্তত ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা জেনে অসুস্থ ছাত্রীদের দেখতে আসার পর ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির আরও অন্তত ৬ জন ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করা হয়, পরে তাদেরকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ আপনার সন্তানের অবসরকে করে তুলুন ইন্টারেস্টিং

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, গণমনস্তাত্বিক রোগ থেকে এমন ঘটনা ঘটতে পারে। এটা এক ধরনের মানসিক রোগ। এতে আতংকিত হওয়ার কিছু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here