ছেলেধরা ও মাথাকাটা গুজব বড় ষড়যন্ত্রের অংশঃ ডিবি

0
575
ছেলেধরা ও মাথাকাটা গুজব বড় ষড়যন্ত্রের অংশ

খবর৭১ঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেধরা ও মাথাকাটা গুজব ছড়ানোর বিষয়ে একটি কুচক্রী মহলের হাত আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি বলেছেন, এগুলো বড় ষড়যন্ত্রের অংশ।

আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেধরা গুজবকে ভিত্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছু অপকর্ম হচ্ছে। এর পেছনে একটি চক্র কাজ করতে পারে। তার বড় একটি ষড়যন্ত্রের অংশ এই ছেলেধরা গুজব। তারা গুজব রটিয়ে বিশেষ ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ করার জন্য তাদের এ অপচেষ্টা।

তিনি বলেন, সারা দেশে গুজব রটনা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

উত্তর বাড্ডায় ছেলেধরা গুজবে এক নারীকে পিটিয়ে হত্যার বিষয়ে তিনি বলেন, উত্তর বাড্ডায় ছেলেধরা গুজবে নারীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here