ফরিদপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২

0
520
ফরিদপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২

খবর৭১ঃ ফরিদপুরে সদর উপজেলায় ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। সদর থানার এসআই সোহান মিয়া জানান, পণ্যবাহী ট্রাকটি ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচজন।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদহে ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here