শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

0
557
শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খবর৭১ঃ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানকার পুকুরে মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্যজীবি ও মৎস্য চাষীরা বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here