আমিরাতে গোল্ড কার্ড পেলেন তৃতীয় বাংলাদেশী

0
670
আমিরাতে গোল্ড কার্ড পেলেন তৃতীয় বাংলাদেশী
টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহবুব আলম মানিক।

খবর৭১ঃ

তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত আমিরাতে বসবাসরত গুরুত্বপূর্ণ ব্যবসায়ি হিসেবে গোল্ডকার্ড পেয়েছেন টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহবুব আলম মানিক। আজ সকালে দুবাই ইমিগ্রেশন তাঁকে এবং তাঁর পুরো পরিবারকে গোল্ড কার্ড তথা ১০ বছরের আমিরাতের ভিসা প্রদান করে। মাহবুব আলম মানিকের বাড়ি কুমিল্লার কোতায়ালি থানার ধনুয়াখলা গ্রামে। ১৯৯২ সালে সৌদি আরব দিয়ে প্রবাস জীবনের যাত্রা শুরু। ২০০০ সালে তিনি আমিরাতে বসতি শুরু করেন। অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কমিউনিটি সহ আরব আমিরাতের বাজারে টোকিওসেট গ্রুপ দিয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। তিনি ২০১৬ এবং ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এ্যাওয়ার্ড লাভ করেছেন। তাঁর সহধর্মিনী জেসমিন আক্তারও মধ্যপ্রাচ্যের প্রথম মহিলা সি আই পি হিসেবে গৌরব অর্জন করেছেন। তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিলেটের সি আই পি মাহতাবুর রহমান নাসির এ গোল্ডকার্ড পান। এদিকের দ্বিতীয় বাংলাদেশির গোল্ডকার্ড প্রাপ্তিতে বাংলাদেশ কমিউনিটিতে খুশির বন্য নেমেছে। নিজেদের গৌরব নিয়ে আমিরাতের মাটিতে বাংলাদেশের ইমেজ দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেছেন সুশীলজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here