ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন

0
473
ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন

খবর৭১ঃ

সোহেল পারভেজ, ঠাকুরগাঁওঃ মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালী জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে তিন দিন ব্যাপী এই মৎস্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও ১আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সে সময় জেলা পরিষদ

ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন
মৎস্য সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী।

অডিটরিয়ামে এক আলচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, পুলিশ সুপার মনিরুজ্জামান, ড.মোহা:সাইনার আলম জেলা মৎস্য কর্মকর্তা, মোশারুল ইসলাম সরকার, চেয়ারম্যন রাজাগাঁও ইউপি প্রমুখ। আলোচনা শেষে দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here