রুমায় পাসের হার ৪৮শতাংশ

0
874
রুমায় পাসের হার ৪৮শতাংশ
বান্দরবান রুমা উপজেলার একমাত্র সাংঙ্গু সরকারি কলেজের এইচএসসি ৩৮ জন শিক্ষার্থী।

খবর৭১ঃ

মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান রুমা উপজেলার একমাত্র সাংঙ্গু সরকারি কলেজের এইচএসসি ৩৮ জন শিক্ষার্থী। আজ বুধবার প্রকাশিত রেজাল্টে রুমায় পাশের হার ৪৮শতাংশ। শিক্ষা প্রতিষ্ঠানের ভার-প্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা সূত্রে জানা যায়, রুমা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৮ জন পরীক্ষার্থী পাশ করেছে। তারমধ্যে নিয়মিত শিক্ষাথীর ব্যবসা বিভাগ থেকে ০৪ জন, মানবিক থেকে ২জন এবং অনিয়মিত শিক্ষাথীর পাস করেছে ১২জন। তাদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২০জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here