সৈয়দপুরে ৬টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৩২ জন

0
456
সৈয়দপুরে ৬টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৩২জন

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ আজ বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে ৩টি কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাশসহ ৬টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৩২ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে বিজ্ঞানে ৪০৩ জন, ব্যবসায় শিক্ষায় ১৯ জন এবং মানবিকে ১০জন পরীক্ষার্থী রয়েছে। শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ ও লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ। পরীক্ষার ফলাফল থেকে দেখা যায়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন বিভাগে ৫০০ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে তিনটি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৮৮জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৭৮ জন, মানবিকে ৮জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন রয়েছে। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের তিন বিভাগে ৪১৮ জন পরীক্ষার্থীর সকলেই পাশ করেছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। এদের মধ্যে বিজ্ঞানে ২৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জন এবং মানবিকে একজন জিপিএ-৫ পায়। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ তিন বিভাগের ৩৬১ জন পরীক্ষা দেয়। এদের মধ্যে পাশ ৩৫৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে পেয়েছে ১৫জন। এদের মধ্যে বিজ্ঞানে ৮ জন, ব্যবসায় শিক্ষায় ৬ জন এবং মানবিকে একজন রয়েছে। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন পাশ করেছে। এদের মধ্যে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২ জন। সৈয়দপুর সরকারি কলেজের ৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৩ জন পাশ করেছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে একজন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here