কাবিন নিয়ে বায়তুল মোকাররমের খতিবের মতামত চেয়েছেন হাইকোর্ট

0
789

খবর৭১ঃ মেয়ে কুমারি, বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কি না তা জানতে চাওয়ার বিষয়টি বিয়ের কাবিননামার ৫নং কলামে রাখা না রাখার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের মতামত চেয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিটের জারি করা রুলের শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবকে আগামী সোমবার (২২ জুলাই) হাজির হয়ে এ বিষয়ে মতামত দিতে বলেছেন আদালত।

এদিন, আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আইনুন নাহারা সিদ্দিকা।

শুনানিকালে কাবিননামার ৫নং বিধির কোনো প্রয়োজন নেই এবং এমন বিধি ব্যক্তির গোপনীয়তার বিরোধী বলে সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন আদালতে নিজের ব্যাখ্যা তুলে ধরেন।

এরপরই হাইকোর্ট বিষয়টির আদৌ প্রয়োজন রয়েছে কিনা কিংবা কলামটি তুলে দেয়া শরিয়াহ আইনের পরিপন্থী হবে কিনা সে বিষয়ে মতামত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের প্রতি অনুরোধ জানিয়ে আদেশ দেন।

এর আগে ২০১৪ সালে কাবিননামার ৫নং কলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here