আশুলিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

0
893

খবর৭১ঃ সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় সিয়াম (১৭) নামে মোটরসাইকেলে থাকা এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী।

নিহত কলেজছাত্র সিয়াম আশুলিয়ার জিরাবো এলাকার দিদার আলী বেপারীর ছেলে। সে স্থানীয় দেওয়ান ইদ্রিস কলেজে উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় একটি ট্রাক তিন আরোহীসহ মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। এসময় আহত অবস্থায় অপর দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার এসআই কামরুল ইসলাম বলেন, ট্রাক ও এর চালককে আটক করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here