খবর৭১ঃ
শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
তিনি বলেন, ‘অতি সম্প্রতি বাংলাদেশে অতিবৃষ্টি ও ভারত থেকে ছেড়ে দেওয়া পানির ফলে যে বন্যার সৃষ্টি হয়েছে সেই বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে বন্যাপীড়িত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরেরে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
বৈঠকে দলের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক কমিটিকে সক্রিয় করে দুর্গত এলাকায় ত্রাণ সমাগ্রী পাঠানোর কার্যক্রম শুরু করা সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।