খবর৭১ঃ পাবনার বেড়া উপজেলায় পাট জাগ (পচানোর) দেয়ার সময় বজ্রপাতে একই পরিবারে বাবা-ছেলে তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মৃত জুলে সরদারের ছেলে মোতালেব সরদার (৫৫) তার ছেলে ফরিদ উদ্দিন সরদার (২২), শরিফ উদ্দিন সরদার ও মৃত ফরিক উদ্দিনের ছেলে রহম আলী (৫৫)। তাঁরা সবাই বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নিহতরা সবাই ঘটনার সময় পাট ধোঁয়ায় কাজ করছিলেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।