ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

0
1176

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা পুলিশের নিছিদ্র প্রহরায় তিনি এ ভাসমান পেয়ারা হাটে এসে পৌছান।

কেবল সাধারণ পরিদর্শনই নয়, রাষ্ট্রদূত আল রবার্ট মিলার নৌকায় চড়ে ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে সংক্ষিপ্ত নৌ-ভ্রমন করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সাথে মিশে যান এবং তাদের সাথে কথা বলেন। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সাংবাদিকদের সাথেও সংক্ষিপ্ত কথা বলেন। এসময় তিনি উচ্ছ্বাসিত ভাবে ভাসমান হাটের প্রশংসা করেন। প্রকৃতি ও সাধারণ মানুষের প্রসংশাও করেন মার্কিন রাষ্ট্রদূত।
প্রায় এক ঘন্টা পরিদর্শন শেষে পরে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশে রওয়ানা হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here