ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

0
1050

খবর৭১ঃ রাজশাহীর চারঘাট উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির নয়টি বগি লাইচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনার ইশ্বরদী জংশন থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল।

ঘটনার পর স্টেশন কর্মকর্তা সূত্রে জানা যায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে। তবে উদ্ধারে বেশ সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here