মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে রুমা উপজেলার রেমাক্রী প্রংসা ইউনিয়নে পানিতে ডুবে দুইজন নিখোঁজ হয়েছে।
আজ ১০রা বুধবার সকালে থানচি রাস্তা হয়ে সুংসম পাড়া ফেরার পথে রেমাক্রী খালে পার করার সময় পানির স্রোতে ভেঁসে গিয়ে সামথমলিয়াম বম(৪৫) ও একজন না-বালক (১০) ডুবে যায়।
স্থানীয় ইউ পি সদস্য সমথির বম ৪নং ওয়ার্ডের মেম্বার সূত্রে জানা যায়, চৈক্ষং পাড়ার নিবাসী সমদির বম অসুস্থ হয়ে কয়েকদিন যাবৎ এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। পরে চিকিৎসাধীন মারা যান। পরের দিন বিকালে তার লাশ থানচি রাস্তার হয়ে রুমায় সুংসম পাড়ার রেমাক্রী ইউনিয়নে চৈক্ষং পাড়াতে নিয়ে যাওয়ার জন্য সুনসং রেমাক্রী খাল দিয়ে পার হয়েছিল স্থানীয় সহযোগিতায়। পরে লালমুনদির তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে খাল পার হওয়ার সময় পানির স্রোত থাকার ফলে হঠাৎ হাত থেকে ছুটে যায়,পরে বাচাঁতে গিয়ে দুইজনে নিখোঁজ হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম সূত্রে জানা যায়, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর একজনের লাশ এখনও পর্যন্ত লাশটি পাওয়া যায় নি।