মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ সৈয়দপুরে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করে সংসারের চাহিদা মেটাতে অতিদরিদ্রদের মাঝে ৩৪টি রিক্সাভ্যান বিতরন করছে সৈয়দপুর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্ত্বরে অতি দরিদ্রদের হাতে বিনামূল্যে ওইসব রিক্সা ভ্যান তুলে দেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের আয়বর্ধক সরঞ্জাম প্রদান কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ৩৪টি পরিবারের মাঝে ওইসব রিক্সাভ্যান বিতরণ করা হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, উপজেলা প্রকল্প অফিসার আবু হাসনাত, উপজেলা প্রকৌশলী রায়হানুল হক,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক সরকার প্রমুখ। বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও এস এম গোলাম কিবরিয়া বলেন, সরকার দরিদ্র ওও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরাও সৈয়দপুরে অসহায় ও অসচ্ছল মানুষদের পুনর্বাসন এবং দারিদ্রমুক্ত সৈয়দপুর গড়তে একটি স্বনির্ভর সৈয়দপুর উপহার দেওয়া লক্ষ্যে কাজ করে যাচ্ছে।