খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষরে বাধা; স্বরাষ্ট্র সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

0
491
খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়ার অভিযোগ

খবর৭১ঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়ার অভিযোগ এনে স্বরাষ্ট্র সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর আইনজীবী। আজ মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল।

জানা গেছে, স্বরাষ্ট্রসচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশপ্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেন্ড বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়া হয় তাহলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তাঁকে ওকালতনামায় স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। সর্বশেষ গত ১৯ জুন খালেদা জিয়ার কাছে ওকালতনামায় স্বাক্ষর করার জন্য পাঠিয়েছি। কিন্তু তাঁর কাছে আমাদের ওকালতনামা পৌঁছানো হয়নি। এতে করে একজন বন্দির অধিকার হরণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আমরা পুলিশের আইজি প্রিজনের কাছেও লিখিত আবেদন করেছি। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে তাঁর পক্ষে আইগত পদক্ষেপ নিতে বাধা পাচ্ছি। তাই ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here